বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে সুবিধাভোগীদের সঙ্গে এমপির মতবিনিময় 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ে সুবিধাভোগীদের সঙ্গে এমপির মতবিনিময় 

খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির এমপি দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে। 

প্রধানমন্ত্রী চাই জনগণ যাতে ভালো থাকে তাই তিনি দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মাসেতু নির্মাণ করে দিয়েছেন এবং সেই পদ্মা সেতুর উপর রেল লাইন তৈরি করে দিয়েছেন। দেশের প্রতিটি সেক্টরে ভর্তুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন। 

তিনি সোমবার (১৬ অক্টোবর) কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলা পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার  আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। 

মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৫ হাজার সাধারণ জনগণ এবং আ.লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ